মাতৃভূমির সম্পদ যারা লুট করেছেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তাদের বিচার এদেশেই হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তাদের জন্য আমরা পথ সুগম করতে সংস্কার করছি। সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেবো। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো। দেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে ছাত্রদের ওপর।
Advertisement
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
ক্ষমতার জন্য মানুষ পাগল উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতার জন্য কোটি কোটি টাকা খরচ করে। এখন আমরা ক্ষমতায়। আমরা এখন কারবালার ময়দানে আছি। সুন্দরী মেয়ে দেখে যারা লোভ ত্যাগ করতে পারেন, ক্ষমতা ও টাকার লোভ যারা ত্যাগ করতে পারেন, তারাই আল্লাহর জমিনে সম্মানী। তারা (স্বৈরাচার সরকারের লোকজন) এত টাকা কামিয়েছেন যে, তা দেশে রাখার জায়গা নেই। তাই তারা বিদেশে পাচার করেছেন।’
আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে পারে এরকম আলেম লাখ লাখ প্রয়োজন। উলামায়ে কেরামদের খেদমত এ জাতি কখনো ভুলতে পারবে না।
Advertisement
সমাজে আলেমদের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুনিয়ার রোগ ভালো করে ডাক্তার আর মনের রোগ ভালো করতে পারে আলেম-উলামারা। ওয়াজ- নসিহতের মাধ্যমে দেশে মাদক, জুয়া, চাঁদাবাজি, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড কমছে।
মাদানীনগর মাদরাসার অধ্যক্ষ ফয়জুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক, মাদানীনগর মাদরাসার সাবেক শিক্ষক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
এসআর/এএসএম
Advertisement