জাতীয়

অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে উদ্বিগ্ন জাতীয় নাগরিক কমিটি

উপদেষ্টা নিয়োগসহ অন্তর্বর্তী সরকারের বেশ কিছু কার্যক্রমে উদ্বেগ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি।

Advertisement

সোমবার (১১ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে জাতীয় নাগরিক কমিটি উদ্বিগ্ন। জুলাই অভ্যুত্থানে যে ন্যায়বিচার, জবাবদিহি ও অংশগ্রহণমূলক নেতৃত্বের আহ্বান জানানো হয়েছিল, সরকারের বর্তমান কর্মকাণ্ডে তা অনেকাংশেই প্রতিফলিত হচ্ছে না। উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হচ্ছে না বলে আমরা মনে করি।

আরও পড়ুনহাসিনাকে উৎখাত করেছি, আপনারা কোন হনু: হাসনাত খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন: সমন্বয়ক সারজিস 

এতে আরও বলা হয়, অভ্যুত্থানের অংশীজনদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব না দেওয়া হলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হবে। আমরা জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে অভ্যুত্থানের অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।

Advertisement

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। কমিটিতে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়।

এএএইচ/এনএস/কেএসআর