বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের দায়িত্ব নিচ্ছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই অভিবাসীদের ওপর কঠোর পদক্ষেপ নিতে পারেন এই রিপাবলিকান নেতা।
২৪ ঘণ্টায় আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলগাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে অবরুদ্ধ এই উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন ইলন মাস্কনির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয়। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। এই ধারাবাহিকতায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন। খবর বিবিসির।
Advertisement
উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে একটি বরযাত্রীবাহী বাস ইন্দুস নদীতে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে তেলচি সেতুর ওপর দ্রুতগতিতে চলমান বাসটি ছিটকে নদীতে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তানের রাজধানীপাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বেশ কিছু এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ব্রাজিল-নাইজেরিয়া-গায়ানা সফরে যাচ্ছেন মোদীজি- ২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যাবেন ও সম্মেলন শেষে দক্ষিণ আমেরিকার থেকে গায়ানা সফর করবেন। আগামী সপ্তাহেই তার এই সফর এই তিন দেশে তার সফরে যাওয়ার কথা রয়েছে।
ভলকানিক ছাইয়ে ঢেকে গেছে বালির আকাশ, বাতিল ফ্লাইটইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি আগ্নেয়গিরি থেকে অনবরত বের হওয়া ছাইয়ে (ভলকানিক অ্যাশ) ঢেকে গেছে আকাশ। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি এয়ারলাইনস দ্বীপটিতে ফ্লাইট কার্যক্রম বাতিল করছে।
Advertisement
স্পেনের ভ্যালেন্সিয়ায় কিছুদিন আগেই ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যার ক্ষতচিহ্ন মেটেনি এখনো। এর মধ্যেই আবহাওয়াজনিত নতুন বিপদের শঙ্কায় এলাকাটির বাসিন্দারা। বন্যার পর এবার ভ্যালেন্সিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী ঝড় আর তার প্রভাবে হতে পারে তুমুল বৃষ্টি।
মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলাইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি। পেন্টাগনের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়াচলতি বছরের আগস্ট মাসের পর প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৩ নভেম্বর) কিয়েভজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আন্ডারগ্রাউন্ড মেট্রোস্টেশনে আশ্রয় নেন নারী ও শিশুরা।
এমএসএম/জেআইএম