মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ৮৬ বছর বয়সে কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি।
Advertisement
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এক শোকবার্তায় তিনি বলেন, আমি এমন একজন বন্ধুকে হারালাম যে আমার সঙ্গে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিলেন।
জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত পাঁচবার জাতীয় নির্বাচনে জয়লাভ করেন জয়নুদ্দিন।
দেশটির অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মাহাথির মোহাম্মদের অধীনে বিনিয়োগকারী-বান্ধব নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারিকরণের জন্য কৃতিত্ব পেয়েছিলেন জয়নুদ্দিন। তার সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ শতাংশে পৌঁছেছিল।
Advertisement
২০১৮ সালে যখন মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসেবে ফের ক্ষমতায় আসেন, তখন তিনি সরকারি নীতি এবং রাষ্ট্রসংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যবস্থাপনার তদন্তে একটি রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করেন। সেই উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দাইমকে নিযুক্ত করেন মাহাথির।
এমআইএইচএস