দেশজুড়ে

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান যার যার মতো পালন করবেন। এতে কেউ বাধা দিলে বা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

Advertisement

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর তিনি শহরের আমলাপাড়া এলাকার সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শহিদুর রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আমরা হাজার বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিশৃঙ্খলার মাধ্যমে একত্রে বসবাস করে আসছি। এবারও সে ধারা অব্যাহত থাকবে। এবার আমাদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। তাই এবার কোনো ভয়ে থাকার অবকাশ নেই।’

র‌্যাব ডিজি আরও বলেন, ‘পূজায় কোনো বিশৃঙ্খলাকে কেন্দ্র করে যে মামলাগুলো রুজু হবে, এগুলো একটা মনিটরিং সেলের মাধ্যমে তদন্ত করা হবে। এর সঙ্গে যারা জড়িত থাকবে, সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে। সাজা যেন নিশ্চিত হয় সেজন্য মামলার নিষ্পত্তি হওয়া না পর্যন্ত আমরা নিয়মিত মনিটরিং চালু রাখবো।’

Advertisement

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আবারও আপনাদের আশ্বস্ত করতে চাই, যেকোনো মূল্যেই আমরা এই পূজার উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করবো।’

র‌্যাব ডিজি বলেন, ‘একটি কুচক্রী মহল সামান্য ঘটনাকে ইস্যু করে গুজব ছড়িয়ে এর আগে অনেক নাশকতা করেছে। এবার যাতে তারা কোনোভাবেই নাশকতা করতে না পারে, সেজন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত রয়েছি। আমাদের সাইবার টিমের পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাইবার টিমও কাজ করছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ব্যবসায়ী প্রবীর কুমার সাহা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

Advertisement