রাজনীতি

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি মামলার আবেদন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নেতা।

Advertisement

মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলার অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ আওয়ামী লীগসহ ১৪ দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বালুভর্তি বেশ কয়েকটি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল বলেও অভিযোগ বিএনপির।

কেএইচ/কেএসআর/এএসএম