জাতীয়

সুরক্ষা সেবা বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া আরও ছয়জন অতিরিক্ত সচিব ওএসডি হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদের ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে ওএসডি করা হয়। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখকেও ওএসডি করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন ওএসডি হয়েছেন।

Advertisement

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, এ কে এম শামীম আক্তার ও মো. মাহবুবের রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পালকে ওএসডি করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/জেআইএম