আইন-আদালত

সুমন সিকদার হত্যা: ডিবির ইফতেখার মাহমুদ ৩ দিনের রিমান্ডে

ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

Advertisement

সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

সুমন সিকদার হত্যা: ডিবির ইফতেখার মাহমুদ গ্রেফতার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

জেএ/এমএএইচ/এমএস