জাগো জবস

সাধারণ জ্ঞান : উপমহাদেশে ইংরেজ শাসন

ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে বাণিজ্য করতে আসে ইংরেজরা। আসার পর থেকেই শুরু হয় ষড়যন্ত্র। অবশেষে তারা জোর করে শাসন ক্ষমতা দখল করে। তাই ইংরেজদের আগমন ও শাসন ব্যবস্থা নিয়ে আজ জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?উত্তর : সুরাটে।২. প্রশ্ন : কে শান্তিপূর্ণ বাণিজ্যনীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে?উত্তর : ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।৩. প্রশ্ন : বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?উত্তর : ফোর্ট উইলিয়াম।৪. প্রশ্ন : মোঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?উত্তর : ১৬৬০ সালে।৫. প্রশ্ন : কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?উত্তর : ইংরেজ কর্মচারী জন চার্নক।৬. প্রশ্ন : ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?উত্তর : ১৬৮৬ সালে।৭. প্রশ্ন : ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?উত্তর : ০২ জানুয়ারি ১৭৫৭।৮. প্রশ্ন : উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?উত্তর : লর্ড ক্লাইভ।৯. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তণ করেন কে?উত্তর : লর্ড ক্লাইভ।১০. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়?উত্তর : ১৭৬৭ সালে।১১. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?উত্তর : নবাবের ওপর।১২. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?উত্তর : লর্ড ক্লাইভ।১৩. প্রশ্ন : বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?উত্তর : ওয়ারেন হেস্টিংস।১৪. প্রশ্ন : নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?উত্তর : ওয়ারেন হেস্টিংস।১৫. প্রশ্ন : ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?উত্তর : ১৭৭২ সালে।১৬. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করেন কে?উত্তর : লর্ড কর্নওয়ালিস। ১৭. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তণ করা হয়?উত্তর : ১৭৯৩ সালে।১৮. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?উত্তর : ওয়ারেন হেস্টিংস।১৯. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?উত্তর : ওয়ারেন হেস্টিংস।২০. প্রশ্ন : পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণ করেন?উত্তর : ওয়ারেন হেস্টিংস।এসইউ/এমএস

Advertisement