একুশে বইমেলা

বইমেলায় ফারুক সুমনের নতুন দুটি বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফারুক সুমনের নতুন দুটি বই—কাব্যগ্রন্থ ‘চোখের কোণে বালির পাহাড়’ এবং প্রবন্ধগ্রন্থ ‘সৈয়দ আলী আহসানের প্রবন্ধে কাব্যভাবনা’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে পুথিনিলয়। বইটি পাওয়া যাবে ১৬ নম্বর প্যাভিলিয়নে। প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য। এটি পাওয়া যাবে ২৮ নম্বর প্যাভিলিয়নে।

Advertisement

‘চোখের কোণে বালির পাহাড়’র প্রচ্ছদ করেছেন শিল্পী মোবারক হোসেন লিটন। বইটির মূল্য ২৩০ টাকা। বই সম্পর্কে ফারুক সুমন বলেন, ‘দুঃখই তবে শিল্পোদয়ের দেশ! চারিদিকে এত আনন্দধ্বনি, এত আতশবাজি, এত আলো। তবুও আমাদের হৃদয়কন্দরে পাখা ঝাপ্টায় আহত এক মৌন পাখি। ‘চোখের কোণে বালির পাহাড়’ মূলত সেই বেদনাহত মৌন পাখির অন্তর্গত আর্তনাদ। ‘কাটা ডাবের হাহাকার’ কিংবা ‘থেঁতলে যাওয়া আঙুলের’ তড়পানো পদাবলি।’

আরও পড়ুন প্রাণহীন বইমেলার লিটল ম্যাগ চত্বর  ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন 

‘সৈয়দ আলী আহসানের প্রবন্ধে কাব্যভাবনা’র প্রচ্ছদ করেছেন শিল্পী নাওয়াজ মারজান। বইটির মূল্য ২২০ টাকা। বইটি সম্পর্কে ফারুক সুমন বলেন, ‘সৈয়দ আলী আহসান বহুমাত্রিক লেখক ও অসাধারণ প্রজ্ঞার প্রবাদপুরুষ। তাঁকে একক কোনো পরিচয়ে চিহ্নিত করা দুঃসাধ্য। তাঁর কবিতাসংক্রান্ত বিভিন্ন প্রবন্ধে কবি ও কাব্য নিয়ে যে আলোচনা স্থান পেয়েছে, তা বাংলা কবিতার আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছে। বিভিন্ন প্রবন্ধে কবি ও কবিতা সম্পর্কে তিনি নিজস্ব যে প্রত্যয় ব্যক্ত করেছেন, বক্ষ্যমাণ গ্রন্থে পাঠক সে সম্পর্কে ধারণা পাবেন।’

এসইউ/জিকেএস

Advertisement