খেলাধুলা

নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না লিটন

গত মৌসুমে ১৫ ম্যাচে ১১৩৬ রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েছিলেন লিটন কুমার দাস। ফলশ্রুতিতে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর নিজের পারফরম্যান্স হারিয়ে বসেছিলেন তিনি। নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি তিনি। নিজেই মানছেন কিছু দুর্বলতার জন্য হয়তো পারেননি। তবে দুর্বলতা কোথায় তা বলতে চান না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জিমনেশিয়ামে অনুশীলন করতে আসেন লিটন। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে খেলবেন তিনি। ক্লাবের হয়ে অনুশীলন শুরু না হলেও নিজ উদ্যোগ নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমার মনে হয় আমার কিছু দুর্বলতা আছে, যার জন্য আমি জাতীয় দলে নেই। চেষ্টা করছি সে দুর্বলতা কাটিয়ে নিতে।’ এ সময় এক সাংবাদিক তার দুর্বলতা জানতে চাইলে তিনি জানান, এটা আমার কাছেই থাক।গত মৌসুমে আবাহনীর হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন লিটন। তাই এবারও আবাহনীর হয়েই খেলতে চেয়েছেন তিনি। আবাহনী তাকে ধরে রাখায় নিজেকে ভাগ্যবান মানছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবারও শেষ মৌসুমের মত ফলাফল করতে চান তিনি।‘সত্যি বলতে কি আমি চেয়েছিলাম যেন আবাহনীতে খেলি। আগের বার এ দলেই ভালো পারফরম্যান্স করেছিলাম, দলও মোটামুটি ভালো একটা ফলাফল করেছিল। আমি আশা করেছিলাম যেন তারা আমাকে নেয়। সেই দিক থেকে আমি ভাগ্যবান যে তারা আমাকে নিয়েছে।’আরটি/আইএইচএস/এবিএস

Advertisement