খেলাধুলা

জাতীয় টেনিসে নতুন চ্যাম্পিয়ন জারিফ-সুমাইয়া

জাতীয় টেনিস প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ আবরার ও সুমাইয়া আক্তার। শুক্রবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

Advertisement

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন রুস্তম-মিলন জুটি। ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার ও মো. সায়েম জুটিকে পরাজিত করেছেন।

মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্ণা খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সুবর্ণা-জান্নাতুল জুটি। ফাইনালে বিকেএসপির সুবর্ণা খাতুন ও জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন জুটিকে পরাজিত করে।

পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনে সভাপতি আব্দুল হাই সরকার। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় একক ও দ্বৈতের চ্যাম্পিয়ন মাহতাবুর রহমান (মারুফ), ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন, মো. সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন)।

Advertisement

আরআই/এমএইচ/এএসএম