কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিংয়ে গেলে টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার এলাকায় এই দৃশ্য দেখা যায়।
Advertisement
অভিযানে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি করা ও দোকানে মূল্য তালিকা না থাকায় দুটি দোকানের মালিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, বাজারে প্রবেশ করা মাত্রই আমাদের দেখে অনেক ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে চলে যান। আসন্ন রমজান মাস উপলক্ষে একটি চক্র বাজারে বোতলজাত তেল বাড়তি দামে বিক্রি ও দোকানে পণ্যের মূল্য না থাকায় দুটি দোকান মালিককে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজীবুল হাসান/এমএন/এএসএম
Advertisement