সাহিত্য

বাংলাদেশে প্রথম ‘বিশ্ব বই প্রদান দিবস’ পালিত

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিশ্ব বই প্রদান দিবস’ পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)। ১৪ ফেব্রুয়ারি ক্যাম্পাসে পরস্পরকে বই উপহার দেন সংগঠনের সদস্যরা। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে তাদের এ কর্মসূচি। বই পেয়ে আইন বিভাগের শিক্ষার্থী রাজিউল ইসলাম শান্ত বলেন, ‘সব থেকে ভালো লাগে আমাকে কেউ যখন কোনো বই উপহার দেয়। আজ বই প্রদান দিবস এটা আমি জানতাম না আগে। হঠাৎ বই পেয়ে খুবই ভালো লাগছে।’

Advertisement

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বলেন, ‘সবাই মোবাইল হাতে পেয়ে বই থেকে দূরে সরে গেছে। আজকের বই প্রদান করার উদ্যোগটা খুবই ভালো হয়েছে।’

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘বই প্রদান খুবই ভালো কাজ। বই পড়ুয়াদের মন সুন্দর হয়। তাই তোমাদেরও সবার মন সুন্দর ও পবিত্র রাখতে হবে।’

আরও পড়ুন• অর্জুন বিশ্বাস: জীবনছোঁয়া গানের মানুষতপন বাগচীর পক্ষে বিবৃতি দিলেন ১৮ জন ফেলোবাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ব বই প্রদান দিবস উপলক্ষে বই প্রদান করা খুবই ভালো উদ্যোগ। আগামী বছর আরও বড় করে এ দিবস পালন করতে হবে। অনেক সময় আছে। পরিকল্পনা করে করা যেতে পারে।’

জিবিসিডিসির সভাপতি হাসিব মীর বলেন, ‘সকালে ক্লাবের আইটি সেক্রেটারি বিদিতা চৌধুরী এ দিবসের কথা উল্লেখ করে বই চান। আমি তখন অনলাইনে তথ্য জেনে নিলাম। দিবসটি পালন করার ইচ্ছা হয়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কয়েকটি বই সংগ্রহ করি। নাসিমকে কিছু বই নিয়ে ক্যাম্পাসে আসতে বলি। দুপুর ১টায় সবাই এক হয়ে কর্মসূচি পালন করি।’

তিনি বলেন, ‘আগামী বছর ক্লাব থেকে বড় পরিসরে দিবসটি পালন করতে চাই। সবাই মিলে পরিকল্পনা করেছি, দিনটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইমেলার আয়োজন করবো এবং উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করবো সবার সহযোগিতায়।’

১৪ ফেব্রুয়ারি বিশ্ব বই বিতরণ বা প্রদান দিবস ২০১২ সাল থেকে আন্তর্জাতিকভাবে পালিত হলেও অনেকেই জানি না বা পালন করি না। যুক্তরাজ্যের অ্যামি ব্রডম্যুর শিশু-কিশোরদের বইপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির ভাবনা থেকে দিবসটির প্রবর্তন করতে সচেষ্ট হন।

Advertisement

এসইউ/এএসএম