কৃষি ও প্রকৃতি

সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফল ২ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফলতা মিলেছে। উপজেলার ২ কৃষক ভালো ফলন পেয়েছেন। ফলে আগামীতে এ উপজেলায় বিটরুট চাষের পরিধি বাড়বে বলে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ।

Advertisement

উপজেলা কৃষি অফিস জানায়, প্রথমবার পরীক্ষামূলকভাবে ২ চাষি ৭০ শতক জমিতে বিটরুটের আবাদ করেছেন। দেখতে লাল ও শালগম আকৃতির ফসলটি নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। ফলে এটি অত্যন্ত উপকারী ফসল।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপশি স্কোয়াস চাষে সফল মনজুরুল

বিটরুট চাষি কামাল পারভেজ বলেন, ‘কৃষি কর্মকর্তার প্রস্তাবে প্রথমবারের মতো আমি বিটরুট চাষের সিদ্ধান্ত নিয়েছি। সাথী ফসল হিসেবে ১৫ শতক জমিতে এর চাষ করেছি। খরচ হয়েছে ৭ হাজার টাকা। চারা লাগানোর ২ মাস পর থেকে ফসল তোলা শুরু করেছি। তেমন যত্ন ছাড়াই ভালো ফলন হয়েছে। প্রতি কেজি ৮০-১০০ টাকা করে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি করেছি। আগামীতে আরও বেশি জমিতে বিটরুটের আবাদ করবো।’

Advertisement

ভাটিয়ারি এলাকার চাষি শফি উদ্দিন বলেন, ‘প্রথমে বিটরুট চাষের কথা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। জীবনে আর চাষ করিনি, কেমন হবে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে সবকিছু করেছি, ভালো ফলন হয়েছে। আমি প্রায় দেড় লাখ টাকার বিটরুট বিক্রি করেছি।’

আরও পড়ুন: পটুয়াখালীতে ১৩৬ হেক্টর জমিতে শসা চাষ

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুল্লাহ বলেন, ‘বারৈয়াঢালার কামাল পারভেজ ও ভাটিয়ারির শফি উদ্দিনকে দিয়ে বিটরুট চাষ করানো হয়েছে। তারা ৭০ শতাংশ জমিতে চাষ করেন। কৃষি বিভাগের সার্বিক পৃষ্ঠপোষকতায় এক মাস বয়সী চারা রোপণের ৭০-৮০ দিন পর ফসল তোলা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। আগামীতে বেশি জমিতে চাষের সিদ্ধান্ত নিয়েছি।’

এম মাঈন উদ্দিন/এসইউ/জেআইএম

Advertisement