রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল মোশারফ হোসেন ওরফে আলভিসহ (২৩) চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
শনিবার (৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)।
মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ৪ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে একটি দেশীয় সামুরাই উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, ডাকাত সদস্যরা মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হন। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে চারজনকে গ্রেফতার করা গেলেও তাদের সঙ্গে থাকা আরও চার-েপাঁচজন পালিয়ে যান।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিলেন। অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।
Advertisement
এমআইএন/ইএ/জেআইএম