দেশজুড়ে

সোমবার সিলেট আসছেন মির্জা ফখরুল

সোমবার সিলেট আসছেন মির্জা ফখরুল

সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আহ্বানে সোমবার (৭ জুলাই) সিলেটে আসছেন তিনি।

Advertisement

মির্জা ফখরুল নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।

Advertisement

বিএনপি নেতা এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব। পরে দলীয় সভায়ও অংশ নেবেন তিনি। মহাসচিবের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

আহমেদ জামিল/এসআর/জেআইএম