সাহিত্য

কবি ও নির্মাতা তারেক মাহমুদ মারা গেছেন

কবি, অভিনেতা, সম্পাদক ও নির্মাতা তারেক মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৬ অক্টোবর রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে।

Advertisement

তারেক মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান। তার জানাজা ও দাফনের বিষয়ে আজ সিদ্ধান্ত হবে।

জানা যায়, তারেক মাহমুদ ‘চটপটি’ নামের একটি সিনেমা পরিচালনা নিয়ে বিশেষ উচ্ছ্বসিত ছিলেন। প্রায় তিন দশক ধরে ‘পথিক’ নামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করে আসছিলেন।

কবি হিজল যোবায়ের লিখেছেন, ‘হায় তারেক ভাই, খুব খারাপ হলো, একদম ফাঁকি দেয়া হয়ে গেলো। ঘণ্টা দুয়েক আগে সুস্থ অবস্থায় কাঁটাবনে আড্ডা দিয়ে গেলেন অনেকের সাথে, আর হুট করে চিরতরে চলে যাবেন!’

Advertisement

কবি ও নির্মাতা টোকন ঠাকুরও ফেসবুকে লিখেছেন, ‌‘সন্ধ্যায় কনকর্ডের সামনে দেখা হলো। আমি, শাহীন, মুকুল, রণজিৎ এক পসলা আড্ডা দিলাম। তারেক নেই হয়ে গেল।’

এসইউ/