খেলাধুলা

পিএসজির কাছে হারের কষ্ট ভুলতে মিয়ামির গোল উৎসব, জোড়া গোল মেসির

পিএসজির কাছে হারের কষ্ট ভুলতে মিয়ামির গোল উৎসব, জোড়া গোল মেসির

যুক্তরাষ্ট্রের এমএলএসের নিয়মিত মৌসুমের খেলায় লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার মন্ট্রিয়ালের ঘরের মাঠে প্রায় ২০ হাজার দর্শকদের সামনে থেকে এই জয় তুলে নেন মেসিরা।

Advertisement

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই প্রথম মাঠে নামে মিয়ামি। ওই টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ (শেষ ষোলো) ম্যাচে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে বাংলাদেশ সময় আজ রোববার সকালের এই জয়ে।

এক মাসেরও বেশি সময় পর এমএলএস ম্যাচ খেললো মিয়ামি। ক্লাব বিশ্বকাপের কারণেই ঘরোয়া প্রতিযোগিতা থেকে বিরত ছিল ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি। এটি হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যদের টানা তৃতীয় এমএলএস জয়।

কানাডার মন্ট্রিয়ালে পুরো মাঠেই আলো ছড়িয়েছেন মেসি। মিয়ামির দ্বিতীয় ও চতুর্থ গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএসের চলতি মৌসুমে এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করলেন মেসি।

Advertisement

প্রিন্স ওউসু ম্যাচের দ্বিতীয় মিনিটেই মন্ট্রিয়ালকে ১-০ তে এগিয়ে দেন। মেসির একটি পাস ব্যর্থ হলে ওউসু বল কুড়িয়ে নিয়ে বক্সের ওপরে থেকে শট নেন, যা গোলরক্ষক অস্কার উস্তারির পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। তখন কিছুটা হয়ে ভয় পেয়েছিলেন মিয়ামি সমর্থকরা।

১৩ মিনিটে কর্নার থেকে আসা মিয়ামির একটি শট রুখে দেন মন্ট্রিয়ালের গোলরক্ষক জোনাথন সিরোয়া। দুই মিনিট পর জর্দি আলবার শট তার আঙুল ছুঁয়ে পোস্টে লাগে এবং বাইরে চলে যায়। ২০ ও ২৭ মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করে মিয়ামির ফুটবলাররা।

অবশেষে ৩৩ মিনিটে সমতা ফেরায় মিয়ামি। মেসি বল বাড়ান তাদিও আলেন্দেকে, যিনি বক্সের বাইরে ডান দিক থেকে এগিয়ে এসে দুর্দান্ত শটে বল জালে পাঠান, স্কোরলাইন হয় ১-১।

৪০ মিনিটে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ডান দিক দিয়ে উঠে বক্সের মাঝামাঝি গিয়ে নিচু বাঁকানো শটে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

Advertisement

৬০ মিনিটে মিয়ামির সেগোভিয়া স্কোরলাইন ৩-১ করেন। বক্সের বাইরে থেকে জোরালো শট নেন, যা ক্রসবারে লেগে জালে ঢুকে পড়ে।

দুই মিনিট পর মেসি নিজের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে মন্ট্রিয়ালের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে বল জালে পাঠান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

মেসির পায়ের অসাধারণ ও শৈল্পিক দক্ষতা দেশে বিমোহিত হন মন্ট্রিয়ালের দর্শকরা। এই গোলের মাধ্যমে যেন নিজের ভরা যৌবনের সময়কালকেই মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা।

এমএইচ/