খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু মঙ্গলবার

বাংলাদেশ-ওমানের ম্যাচ দিয়ে রোববার শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। মূলত এই রাউন্ড ছিল মূল পর্বে ওঠার বাছাই পর্ব। দুই গ্রুপ থেকে অপরাজিত থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। এই দুই দল ও শীর্ষ আট দলসহ মোট ১০টি দল নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ আসরের মূল পর্বের লড়াই।১০টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ ১-এ লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ ২-এ লড়াই করবে টি-টোয়েন্টি র্যংকিংয়ের শীর্ষে থাকা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত।সুপার টেনে বাংলাদেশের ফিকশ্চার১৬ মার্চ: বাংলাদেশ-পাকিস্তানসময়: দুপুর ৩টা ৩০ মিনিটভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা২১ মার্চ: বাংলাদেশ-অস্ট্রেলিয়াসময়: রাত ৮টাভেন্যু: এম চেন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু২৩ মার্চ: বাংলাদেশ-ভারতসময়: রাত ৮টাভেন্যু: এম চেন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু২৬ মার্চ: বাংলাদেশ-নিউজিল্যান্ডসময়: দুপুর ৩টা ৩০ মিনিটভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতাআরটি/এআরএস/আরআইপি

Advertisement