লাইফস্টাইল

ঈদের রেসিপি: গরুর মেজবানি মাংস

ঈদে সবার ঘরেই গরুর মাংসের বাহারি সব পদ তৈরি করা যায়। তার মধ্যে মেজবানি মাংসের স্বাদই যেন ভিন্ন! চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পদ সবারই প্রিয়।

Advertisement

তবে অনেকেই স্বাদ ঠিক রেখে ঘরে মেজবানি মাংস রান্না করতে পারেন না! তারা চাইলেই কিন্তু মাত্র ৬টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের জনপ্রিয় এক পদ মেজবানি মাংস। রইলো রেসিপি-

আরও পড়ুন: ঈদের বিশেষ রান্না: আস্ত কবুতরের রোস্ট

উপকরণ

Advertisement

১. সরিষার তেল ৩ টেবিল চামচ২. গরুর মাংস ১ কেজি৩. পেঁয়াজ কুচি ১ কাপ৪. গরম মসলা ১ টেবিল চামচ৫. লবণ স্বাদমতো ও৬. কাঁচামরিচ ৮-১০টি।

পদ্ধতি প্রথমে গরুর মাংস সামান্য মসলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সসপ্যানে তেল গরম করে নিন। এতে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিতে হবে।

এবার সেদ্ধ করা গরুর মাংস দিয়ে নাড়তে থাকুন। এরপর একে একে গরম মসলা, লবণ ও কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিন।

আরও পড়ুন: ঈদের রেসিপি: ম্যাঙ্গো লাচ্ছা সেমাই

Advertisement

হালকা আঁচে এবার এক ঘণ্টা রান্না করতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি মিশিয়ে নিতে পারেন। বারবার নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়।

নামানোর আগে সামান্য গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন। ব্যাস রেডি আপনার মেজবানি মাংস। এবার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মেজবানি মাংস।

জেএমএস/এএসএম