কৃষি ও প্রকৃতি

এই সময়ে লিচু গাছের জন্য করণীয় জানালো কৃষি তথ্য সার্ভিস

বর্তমান সময়ে লিচু গাছের জন্য করণীয় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস। সংস্থাটি বলছে, লিচু গাছের চারা লাগানোর সময় পুরোনো লিচু বাগানের মাটি চারার গর্তের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উপকারী।

Advertisement

মার্চ মাসে করণীয়আগাম ফল ঝরে পড়া রোধ করার জন্য প্লানোফিক্স ২ এমএল/৫ লিটার পানির সঙ্গে বা ফ্লোরা বা সলুবর বোরন অথবা এনএএ ২০ পিপিএম (২০ মিলিগ্রাম/ লি.) স্প্রে করতে হবে। গাছ প্রতি ৪৫০-৫০০ গ্রাম ইউরিয়া এবং ২৫০-৩০০ গ্রাম পটাশ সার প্রয়োগ করে সেচ দিতে হবে। ফল মটর দানার মতো আকার ধারণ করলে ফল/ ছিদ্রকারী পোকা দমনের জন্য নিমবিসিডিন স্প্রে করতে হবে।

এপ্রিল মাসে করণীয়ফল ফেটে যাওয়া রোধ করার জন্য ৪ গ্রাম/লিটার পানি হারে ৭-১০ দিন পর পর ২ বার বোরাক্স স্প্রে করতে হবে। পূর্বের মতো ৭ দিন পর নিমবিসিডিন স্প্রে করতে হবে ফলের রং পরিবর্তনের পূর্ব পর্যন্ত। লিচুতে গুচ্ছ ব্যাগিং করলে ভালো।

এনএইচ/এমআইএইচএস/জিকেএস

Advertisement