দেশজুড়ে

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণায় সিলেটের ৫১৭ প্রার্থী

সিলেটের আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ মার্চ। প্রথম দফায় দেশের আর ৭৩৮টি ইউনিয়নের সঙ্গে বিভাগের একমাত্র সিলেট সদর উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এতে প্রার্থী যাচাই-বাচাই শেষে চেয়ারম্যান, সাধারণ সদস্য পদপ্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মিলিয়ে ৫১৭ জন প্রার্থী বৈধ হিসেবে মনোনীত হয়েছেন। প্রথমবারের মতো রাজনৈতিকভাবে ইউপি নির্বাচন হওয়ায় প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থী ও সমর্থকরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনী প্রতীক বরাদ্দ পেতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা।সিলেট সদর উপজেলার টুলটিকর, খাদিমপাড়া, খাদিমনগর, মোগলগাঁও, জালালাবাদ, হাটখোলা, কান্দিগাঁও ও টুকেরবাজার ইউনিয়নে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪১ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৮৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী রয়েছেন ৯২ জন।তবে মোট প্রার্থীদের সংখ্যা কমতে পারে। আগামী ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে এসব প্রার্থীদের কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।এদিকে, আগামী ৩ মার্চ ইউপি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। তবে রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক নিশ্চিত থাকায় আগে-ভাগেই তারা পোস্টার লিফলেট ছাপিয়ে বাসায় রেখে দিয়েছেন। ৩ মার্চ তারা প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।যারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সদস্যরা প্রতীকের জন্য এখন অপেক্ষায় আছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই নির্বাচনী পোস্টার ছাপানোর জন্য তাদের ব্যস্ততা বেড়ে যাবে। বর্তমানে নীরব প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর নামবেন আনুষ্ঠানিক প্রচারণায়।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement