সাহিত্য

ক্রীতদাসের যন্ত্রণা এবং অন্যান্য কবিতা

 

হায় রে, এ জন্য কি আমি জন্মেছি!দাসত্বের শিকল পরতে?সমস্ত আনন্দ থেকে বঞ্চিত হতে?

Advertisement

স্বাধীনতা শব্দ তো প্রফুল্লেরস্বাধীনতা তুমি না মুক্তির!আমাকে কি অভিযোগ করতে হবে?—আমি স্বাধীনতা থেকে বঞ্চিত!এখনও কি অভিযোগ করব?—শত্রুরা জেগে আছে এখনও!

ক্রীতদাসের যন্ত্রণা কানে বাজে অহর্নিশ!

****

Advertisement

সপ্তর্ষির মতো স্বাধীন

যখন বিকেল নামে উপত্যকায়পাহাড়ের ওপারে সূর্যাস্তজ্বলজ্বল করেলেকের মধ্যে শাপলার কোলেমাছিদের গুঞ্জনেদেবদারু, ঝাউবনের বুনো স্বাধীনতা।

যখন সন্ধ্যা জড়ো হয়ছোট প্রাণীরা দৌড়ায়—নীড়ের দিকেতারপর রাতের নিস্তব্ধতাছোট প্রাণীদের উন্মাদনায়আমি স্বাধীনআমার মস্তিষ্ক স্বাধীন—সপ্তর্ষির মতো।

****

Advertisement

অসমতলে বিজয়ী কেউ নন

চিন্তাশীল ডানায় উড়ে যায় স্বপ্নঅনগ্রসর ডানায় টেনে ধরে স্বপ্নআমাদের আত্মা শিহরিত হয়আমাদের আত্মা নিহত হয়।

এ অসমভূমিতে লড়াই শুধুই লড়াইএখানে আনন্দ থামে নাএখানে দুঃখ থামে নাএখানে সব সুন্দর ঝলমল করে নাএখানে সত্যিকারের গল্প বাড়ে না।

এ অসমতলে সব যোগ্য বিজয়ী ননএ অসমতলে আসলে বিজয়ী নন কেউ।

এসইউ/এমএস