ধর্ম

আজাব ও ফিতনা থেকে মুক্তির দোয়া

আল্লাহ তাআলা কোরআনুল কারিমের অনেক আয়াতে তার আজাব থেকে মুক্তির ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন। একাধিক হাদিসেও আজাব ও ফিতনা থেকে মুক্তির ব্যাপারে এসেছে দিকনির্দেশনা। এর মধ্যে জাহান্নামের আজাব, সম্পদ ও দারিদ্রতার ফিতনা খুবই ভয়াবহ। এ কারণেই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়গুলো থেকে মুক্তির জন্য দোয়া করতেন। হাদিসে পাকে এসেছে-

Advertisement

উম্মুল মুমিনীন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দগুলো দ্বারা দোয়া করতেন-

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ، وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ الْغَنِىْ وَالْفَقْرِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিন নারি, ওয়া আজাবিন নারি, ওয়া মিন শাররিল গিনা ওয়াল ফাকরি।’

Advertisement

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের ফিতনা ও জাহান্নামের শাস্তি এবং সম্পদ ও দারিদ্রতার ফিতনা থেকে সুরক্ষা চাই।’ (ইবনে মাজাহ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় জাহান্নামের ফিতনা ও আজাব এবং সম্পদ ও দারিদ্রতার ফিতনা থেকে মুক্ত থাকতে হাদিসে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

Advertisement