মহান ভাষা আন্দোলন এবং একুশের চেতনাকে ধারণ করে ‘বাংলায়ন সভা’র তৃতীয় বৈঠক ২৩ জুলাই বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Advertisement
আয়োজকরা জানান, অনুষ্ঠানটির বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিকতার মহিমা : বাহ্লটার বেনিয়ামিন ও কাজী নজরুল ইসলাম’। এ বিষয়ে একক বক্তব্য রাখবেন সলিমুল্লাহ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি গিরীশ গৈরিক।
বাংলায়ন সভার প্রথম বৈঠক ছিল ‘কথাশিল্পী বুলবুল চৌধুরীসহ কোভিড ১৯ অতিমারিতে হারানো বাঙালি গুণীজন স্মরণ’, দ্বিতীয় বৈঠক ছিলো ‘উচ্চশিক্ষা ও উচ্চ-আদালতে বাংলা ভাষা ব্যবহারের অন্তরায় এবং উত্তরণের পথ’।
১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ২১ ফেব্রুয়ারির চেতনা ধারণ করে বাংলায়ন সভার যাত্রা শুরু হয় ২০২১ সালের ৪ সেপ্টেম্বর। সংগঠনটির মুখপাত্র কথাশিল্পী শামস সাইদ, সম্পাদক কবি ফারুক সুমন ও সমন্বয়কের দায়িত্বে আছেন গাজী মুনছুর আজিজ।
Advertisement
সংগঠনটি ‘বাংলা বিশ্বময়’ স্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শিল্প-সাহিত্যের বৈঠক।
এসইউ/এমএস