মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
১৫ জুলাই ২০২২, শুক্রবার। ৩১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
ঘটনা১০৯৯- খ্রিষ্টান ক্রুসেডাররা পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করেছিল।১৮১৫- ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন।১৮৫৭- কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী-শিশু নিহত।১৯২৭- অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন।১৯৩৯- নিউইয়র্কের ক্লারা অ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।১৯৪৪- দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।১৯৭৫- মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূর্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।১৯৭৭- বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
জন্ম১৬০৬- হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী রেমব্রান্ট।১৮২০- বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্ত।১৯০৫- নোবেলজয়ী রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি।১৯১৪- আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।১৯২৫- বাঙালি নাট্যব্যক্তিত্ব বাদল সরকার।১৯৪১- বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক রশীদ হায়দার।১৯৫৪- আর্জেন্টিনার ফুটবলার মারিও কেম্পেস।১৯৫৯- ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।১৯৭৭- আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।
Advertisement
মৃত্যু১৮৭৮- সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।১৯০৪- রুশ চিকিৎসক, গল্পকার ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ।১৯১৯- নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।১৯৭৭- রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।২০১০- বাংলাদেশি প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদ।২০১২- বাংলাদেশি স্থপতি মাজহারুল ইসলাম।
দিবসনোবিপ্রবি প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস।বিশ্ব যুব দক্ষতা দিবস।
এসইউ/জিকেএস
Advertisement