সাহিত্য

ফরিয়াদ ও অন্যান্য কবিতা

লক্ষ্যপথ স্থির

Advertisement

নীলগিরি যাওয়ার পথে ওয়াই জংশনএকদিকে কেওক্রাডং-জলপ্রপাতঅন্যদিকে নীলগিরির মোহচ্ছন্নতার আবেশ—দু’দিকেই সৌন্দর্যরানির হাতছানি।কিন্তু একদিকেই যেতে হবে—একইসঙ্গে দু’দিকে যাওয়া সম্ভব নয়।পূর্বেই লক্ষ্যপথ স্থির করতে হবে।

****

ফরিয়াদ

Advertisement

এই ফুটোশহর আর নোংরাগ্রাম ছেড়েএকটি ঝরনার কাছে যাব—সুউচ্চ দেওয়াল টপকিয়ে নৃত্যরতঝরনার কাছে।

এখানের শহরজুড়ে দালালি দলাদলিএখানের লোকালয়ে হানাহানি জলাঞ্জলিদম বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশএখনই শ্বাসরুদ্ধ করবে এ অসহ্য সংসার।

এখানে সততার দাম নেই, মান নেইএখানে জ্ঞানের কদর নেই, সমীহ নেইএখানের টাকার ক্ষমতা আছে, সম্মান আছে—পরোয়া করতেই হয়।

আমি ঝরনার কাছে ফরিয়াদ করব এসবই।

Advertisement

****

চিত্রের ক্ষমতা

চিত্রের ভাঁজে ভাঁজে সৌন্দর্যচিত্রে আমি দাঁড়কাক হব।

নকশার শক্তি—বিপ্লবে, আন্দোলনেচিত্রের দহন স্ফূলিঙ্গ হয়ে।ধ্বংস নির্মাণ বা বিনির্মাণেনকশা বা চিত্র—যাই-ই বলিফিনিক্স পাখির মতো জেগে ওঠে।

যদিও নকশার ভাঁজে ভাঁজে ধ্বংসআমি কিন্তু দাঁড়কাকই হব।

****

আগন্তুক

আবু আফজাল সালেহ

আমার আশাগুলো যখন ভেঙে গেল—(বলা যেতে পারে ভেঙে দিলো)হঠাৎই দ্বিতীয় ব্যক্তির আগমনসে খোঁচাতে লাগল আহত স্বপ্নগুলোকেমেরুদণ্ড ভেঙে দিতে চাইল—প্রথম ব্যক্তির মতন।

নিবু-নিবু প্রাণের স্বপ্নগুলো যখন দাঁড়াতে চাচ্ছেতখনই তৃতীয় আগন্তুকের আগমনএবার টিকে থাকা স্বপ্নটাকে শ্বাসরোধ করতে ইচ্ছুক সেএরপর চতুর্থ পঞ্চম...

অন্ধকার থেকে দেখছি এসবসবাই আগন্তুক—মুখোশ পরেআলোয় মিত্র, অন্ধকারে তুমুল যুদ্ধ।

স্বপ্নগুলো কি ফিনিক্স পাখি হতে পারে না?আমাকে একটু একা থাকতে দাও।

****

মনুষ্যবসতি ছেড়ে যাব

প্রেইরির তৃণভূমির কাছে যেতে চাইযেখানে সবুজ আর সবুজযেখানে নীল-আকাশের নিচে মনখোলা বাতাস—অবাক সূর্যোদয়।এখানের সৃষ্ট দাবানল কিছুই করতে পারে না তৃণভূমিরদাবানলের সৃষ্ট বাষ্প তৃণভূমিকে বাঁচিয়ে রাখে, সতেজ করেএই তৃণভূমির নলখাগড়ার আর ত্রিপত্রীর নিচে বিলীন হব।

প্রশান্ত মহাসাগরে হারিয়ে যেতে চাইযেখানে সাগরের বিশালতায় হারিয়ে যায় নীলিমার বিস্তীর্ণতাযেখানে ডলফিনেরা খেলে তিমির সঙ্গে—ক্রাইফিস আর বিভিন্ন প্রাণ সাঁতার কাটে রঙিন ডানায়যেখানে জীবন আর মৃত্যুর পার্থক্য হাঙরের চোয়াল।

কালাহারি মরুভূমির মধ্যে স্বর্গ সাভানা তৃণভূমিসেখানে জেব্রাকে তাড়া করে চিতাসেখানে জিরাফ আর ফ্লেমিংগোর বিচরণ—এমন রোমাঞ্চকর তৃণময়দানের সৌন্দর্যে বিলীন হববিলীন হতে চাই।

সুপেয় বৈকাল হ্রদে থাকতে চাই কিছুদিনভরপুর অক্সিজেন নিয়ে অন্যত্র যেতে চাইবরফে ভাসব, ডুবসাঁতারে জলক্রীড়া করব—উদারতার আদব-কায়দা শিখে নিতে চাই।

মনুষ্যবসতি বেহায়া হয়ে যাচ্ছে দিন দিন—এখানে সহমর্মিতা নেই, রোমাঞ্চ নেই, ত্যাগ নেইএখানে হিংসা, অসততা—শূন্যে উড়ালএখানে ফেরতের আশায় থাকে সবাই।

এসইউ/জেআইএম