তথ্যপ্রযুক্তি

নাসার প্যানেলিস্ট হয়েছেন ১৪ বছরের দীক্ষা

মাত্র ১৪ বছরে নাসার (আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র) প্যানেলিস্ট নির্বচিত হয়েছেন ভারতের দীক্ষা শিন্ডে। দীক্ষা ভারতের মহারাষ্ট্রে বাসিন্দা। তার এই সাফল্য সকলকে চমকে দিয়েছে। দীক্ষা দশম শ্রেণির ছাত্রী।

Advertisement

দীক্ষার এই সাফল্য অল্প সময়ে আসেনি। এজন্য তাকে দীর্ঘদিন কাজ করতে হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে দীক্ষা জানিয়েছেন, তিনি নাসার ওয়েবসাইটের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। তিনি নাসার ওয়েবসাইটের জন্য আর্টিকেলও লিখছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘আমি ব্ল্যাকহোল ও ভগবান নিয়ে একটা বিষয়ে লিখেছি। সেই আর্টিকেল তিনবার চেষ্টার পর নাসা প্রাপ্তি স্বীকার করেছে। তারা নিজেদের ওয়েবসাইটের জন্য আমায় লিখতে বলেছে।’

এমএমএফ/এএসএম

Advertisement