বিনোদন

মৌটুসির একটি পুরনো চিঠি

গল্পটা ঢাকা শহরের এক দম্পতির। যারা সবসময় ঝুট ঝামেলা ছাড়া সুখে থাকতে চায়। কিন্তু এ শহরের চিরাচরিত কিছু বিষয় তাদের সুখের মাঝে হানা দেয়। যেমন- রাস্তায় জ্যাম, গ্যাসের সমস্যা, লোড শেডিং প্রভৃতি।একদিন তারা সিদ্ধান্ত নেয় দেশান্তরি হওয়ার। কানাডায় যাওয়ার বন্দোবস্তও শেষ করে এই দম্পতি। হঠাৎ এক মুক্তিযোদ্ধার পুরনো চিঠি পায় তারা। গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে।এমন চিত্র ফুটে উঠবে ‘একটি পুরনো চিঠি’ নামের নাটকে। যেটি রচনা করেছেন মহীউদ্দীন আহমেদ আর পরিচালনায় আছেন জাহিদুল ইসলাম বিপ্লব। নাটকে দম্পতির ভূমিকায় দেখা যাবে মৌটুসি বিশ্বাস ও তৌকির আহমেদকে। নির্মাতা জানালেন, বিজয় দিবসে নাটকটি যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে।এনই/এলএ

Advertisement