সাহিত্য

প্রিয় মাতৃভূমি

মেহেদী হাসান রনি

Advertisement

তুমি সুন্দর অপরূপ সুন্দর, তুমি ভোরের নতুন উদিত সূর্যের মত সুন্দর,তুমি পূর্ণিমার রাতে আলো ছড়ানো চাঁদের মত সুন্দর।তুমি বর্ষণমুখর দিনে একফালি রোদের মত সুন্দর,তুমি গ্রীষ্মের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মত সুন্দর।

তুমি সুন্দর হে প্রিয় মাতৃভূমি তুমি সুন্দর!তুমি ফসল উঠানোর পরে কৃষকের মুখের হাসির মত সুন্দর,তুমি দখিনা বাতাসে ঢেউ খেলানো সোনালি ফসলের মত সুন্দর।তুমি হারানো সন্তান ফিরে পাওয়া মায়ের মুখের হাসির মত সুন্দর, তুমি সন্তানের কর্মের ফলে গর্বিত বাবার সুখের অশ্রুর মত সুন্দর।

তুমি সুন্দর হে প্রিয় মাতৃভূমি তুমি সুন্দর! তুমি বসন্তের পরে বৃক্ষে সদ্য গজানো পাতার মত সুন্দর, তুমি বৃষ্টিস্নাত প্রকৃতির মত সুন্দর। তুমি বাঁকানো পথে বয়ে চলা ঢেউ খেলানো নদীর মত সুন্দর,তুমি শীতের সকালে সবুজ ঘাসে কুয়াশার মত সুন্দর।

Advertisement

তুমি সুন্দর হে প্রিয় মাতৃভূমি, তাই তো যাইনি খুঁজতে ভিন দেশের ভূমি।

এসইউ/এমকেএইচ