সাহিত্য

খান মুহাম্মদ রুমেলের কবিতা ‘কবিকে নিয়ে...’

অবশেষে গতকাল মধ্যরাতে ক্রসফায়ার হলেন দুর্ধর্ষ এক কবি।খবরে প্রকাশজোছনার আলোয় কবিতা লেখার মতো মারাত্মক অপরাধ সংঘটনের চেষ্টা করছিলেন কবি।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সদা প্রস্তুত সঙ্গীনধারী। তাদের উপস্থিতি টের পেয়ে কবি ছুঁড়ে মারেন একগুচ্ছ কবিতা বোমা। আত্মরক্ষার পাল্টা গুলিতে নিহত হন তিনি। তল্লাশি চালিয়ে কবির কাছ থেকে উদ্ধার হয় ভয়াবহ এক মারণাস্ত্র- ভালোবাসা। এই অস্ত্র দিয়ে কবি লুট করে নিতে চেয়েছিলেন শহরের সবকটি গোলাপ বাগান। তার বুক পকেটে পাওয়া কয়েকটি তাজা গোলাপ। ঝোলার মধ্যে ছিলো কিছু রঙিন স্বপ্ন। সংশ্লিষ্টদের আশা এই রঙিন স্বপ্নের সূত্র ধরেই উদ্ধার হবে ভালোবাসা আর গোলাপের মতো বাকি অস্ত্রগুলো। খবরে এও বলা হয়- পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলো শুক্লা দ্বাদশীর চাঁদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকেও খুঁজছে সঙ্গীনধারীরা।

এসইউ/এএ/জেআইএম

Advertisement