জোকস

আজকের কৌতুক : বিদ্যুৎ বিভাগের মালিক কে?

বিদ্যুৎ বিভাগের মালিক কে?শিক্ষক: বিদ্যুৎ বিভাগের মালিক কে, বলো তো নান্টু?নান্টু: আমার মামা, স্যার।শিক্ষক: বলে কি ছেলে! তোমার মামা মালিক হতে যাবেন কেন?নান্টু: কারণ বিদ্যুৎ চলে গেলেই বাবা চিৎকার করে বলেন, ‘শালার কারেন্ট আবার গেল!’

Advertisement

****

ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরাজেলখানায় পুরোনো আর নতুন দুই কয়েদিতে দোস্তি হয়ে গেল। দু’জনে গল্প করছে- পুরোনো কয়েদি: তোমার মতো ভালো মানুষ ধরা খাইলা কেমনে?নতুন কয়েদি: ব্যাংক লুট করতে গেছিলাম। তো টাকার বস্তা নিয়া ওখানেই গুনতে বসে যাই...পুরোনো কয়েদি: কী আশ্চর্য! এ কাজ করতে গেলে কেন!নতুন কয়েদি: কী করবো! সামনেই দেখলাম লেখা, ‘কাউন্টার ত্যাগ করার আগে টাকা গুনে নিন। পরে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করা চলবে না’...

****

Advertisement

আলুর দম তৈরি করার কৌশলসেন্টু: কী পাকাচ্ছো এতো মনোযোগ দিয়ে?স্ত্রী: আলুর দম করছি। কিন্তু আলু তো গলছেই না!সেন্টু: কিছুক্ষণ আলুর সঙ্গে মধুমাখা সুরে গল্প করো, সেই যে প্রথম দিকে আমার সঙ্গে যেমন করতে!স্ত্রী: তবে রে... বলেই হাতের চামচ নিয়ে দৌড়ে যায় স্বামীর দিকে। সেন্টু এ যাত্রায় দৌড়ে বেঁচে যায়।

এসইউ/এমকেএইচ