খেলাধুলা

কখন দেশের মাটিতে পা রাখবেন ইংলিশ লিগের তারকা?

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা পৌনে ৬টায় ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ খেলতে নামেন হামজা দেওয়ান চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের হোমভেন্যু হিলসবোরায় হামাজাদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েন্সডে। এই ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরতে রওনা হবেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা এই ফুটবলার।

Advertisement

সিলেটের হবিগঞ্জের স্নানঘাটের এই যুবক এর আগেও কয়েববার বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা হবে অন্যরকম। সেই অন্যরকম কেবল হামজা চৌধুরীর ক্ষেত্রেই নয়, বাংলাদেশেরও। এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার গায়ে জড়াবেন বাংলাদেশের জার্সি। আর হামজারও পূরণ হবে জাতীয় দলে খেলার স্বপ্ন।

২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কন্ডিশনিং ক্যাম্প করছে সৌদি আরবের তায়েফে।

সৌদি আরব থেকে দল ঢাকায় ফিরবে ১৮ মার্চ। তার আগের দিন সোমবার সকাল ১১ টা ৪০ মিনিটে বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তিনি ইংল্যান্ড থেকে প্রথমে আসবেন সিলেটে। সেখান থেকে হবিগঞ্জে গ্রামের বাড়ি যাবেন। ১৮ মার্চ রাত ৯ টার দিকে ঢাকায় আসবেন এই তারকা ফুটবলার। পরের দিন সকালে দলের সঙ্গে ভারতের শিলং যাবেন আলোচিত এই ফুটবলার।

Advertisement

হামজাকে বরণ করার অপেক্ষায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বিশেষ করে হামজার নিজ জেলা হবিগঞ্জে তো সাজসাজ রব। তার গ্রামের বাড়ীতে চলছে অন্যরকম আয়োজন। বেড়ে গেছে নিরাপত্তাও। হামজার বাবা দেওয়ান গোলাম মোরশেদ চৌধুরী আগেই এসেছেন। হামজার সঙ্গে আসবেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন।

ঢাকা থেকে ভারত যাওয়ার আগে ১৯ মার্চ টিম হোটেলে বাংলাদেশ দলের অফিশিয়াল প্রেস কনফারেন্সে হওয়ার কথা রয়েছে। সেখানে দলের কোচ, অধিনায়ক ও হামজা কথা বলবেন। এর আগে সকালে দলীয় ফটোসেশন হবে। বিকেল বা সন্ধ্যায় অনুশীলনে নামার কথা পুরো দলের।

হামজা ঢাকায় আসলে তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল বাফুফের। তবে তিনি সিলেট হয়ে আসায় সেই সুযোগটা পাচ্ছে না বাফুফে।

সোমবার সিলেট ও হবিগঞ্জে হামজাকে অভ্যর্থনা জানাতে নানা আয়োজন থাকবে। অনেক জায়গায় নির্মাণ করা হয়েছে তোরণ। ব্যানারও ঝুলছে বিভিন্ন স্থানে। বাফুফের পক্ষ থেকে হামজাকে বিমানবন্দরে বরণের জন্য এরই মধ্যে সিলেটে গেছেন নির্বাহী কমিটির চার সদস্য ইকবাল হোসেন, শাখাওয়াত হোসেন শাহিন, কামরুল হাসান হিলটন ও গোলাম গাউস।

Advertisement

আরআই/এমএইচ/জেআইএম