জোকস

আজকের কৌতুক : বিশ্ব ভ্রমণকারী ভারতের প্রথম নারী

বিশ্ব ভ্রমণকারী ভারতের প্রথম নারীশ্রেণিকক্ষে ভূগোল বিষয় পড়াচ্ছেন শিক্ষক। একসময় শিক্ষার্থীদের প্রশ্ন করলেন- শিক্ষক: ভারতীয় উপমহাদেশ থেকে বহির্বিশ্বে ভ্রমণকারী প্রথম নারী কে?ছাত্র: রামচন্দ্রের স্ত্রী সীতা, স্যার। শিক্ষক: কীভাবে?ছাত্র: উনি তো শ্রীলঙ্কা গিয়েছিলেন!

Advertisement

****

সব গুণ আছে এমন বউ জরিপওয়ালা: যদি এমন স্ত্রী পান যিনি সমঝদার, সহিষ্ণু, প্রতিবেশীর শাড়ি-গয়নায় ঈর্ষাকাতর নয়, ধৈর্যশীল, ভালো রাঁধুনি আবার সুন্দরীও- তাহলে তাকে কী নামে ডাকবেন?পিন্টু: ইংরেজি হইলে রাখুম ফ্যান্টাসি। জরিপওয়ালা: বাংলায় বলেন।পিন্টু: আর বাংলায় হইলে ডাকবো রূপকথা!

****

Advertisement

যে পাখি উড়তে পারে নাশিক্ষক: লাল্টু, বল কোন পাখি উড়তে পারে না?লাল্টু: মরা পাখি স্যার?শিক্ষক: এটা কোনো পাখির নাম হলো?লাল্টু: মানে মৃত, স্যার। মারা যাওয়ার পর কোনো পাখিই উড়তে পারে না, জানেন তো!

এসইউ/জেআইএম