সাহিত্য

ফাত্তাহ তানভীর রানার বসন্তের কবিতা

ফাল্গুনের রং

Advertisement

ফাগুন এত রঙিন আগে বুঝিনিফাগুন আগুন ঝরায় আগে জানিনিএ আগুনের বড় উত্তাপতবুও আগুনের সনে হলো ভীষণ সদ্ভাবফাগুন রং ছড়ায় আর আগুন জ্বালা ধরায়।স্তম্ভিত নির্বাক সবাই!ফাগুনের এত রং,আগুনের এত জ্বালা!এত রং এত জ্বালায় তনুলতা শশব্যস্ত!গোধুলির আলো সূর্যোদয়ের প্রভা সবই ম্লানফাল্গুনের আগুন ঝরানো রঙের কাছে।

বসন্ত আসবে না?

শিশিরের জলে পা ভেজে আর মন আনচান করে শিশির আর ঝরবে না কোকিল আর গান গাইবে না প্রকৃতি নিথর। তবে কি বসন্ত আসবে না?

Advertisement

অর্থহীন বসন্ত

সুন্দর বসন্ত চলে গেলকোনো কবিতা লেখা হলো না;ফুল-কলি-পল্লব আর দেখা হলো নাকোকিলের ডাক অর্থহীন হয়ে রইল।আমার সাথে পড়ত যে মেয়েটিতাকে ভালোবেসে ফেললামকিন্তু বলা হলো না।

এসইউ/এমকেএইচ

Advertisement