ফিচার

বইপ্রেমী জিহাদ বাবুর ১০ টাকার বই

বই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনে। আলোকিত মানুষ গড়ার প্রধান চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখে। সে উপলব্ধি থেকে নামমাত্র মূল্যে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ব্যতিক্রমী কার্যক্রম হাতে নিয়েছেন উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জিহাদ বাবু।

Advertisement

জানা যায়, বর্তমান অবক্ষয় আর প্রজন্মকে বই পড়ার অনীহা থেকে মুক্তি দিতে ১০ টাকার বিনিময়ে একটি বই ভাড়া দেওয়ার কাজ শুরু করেছেন জিহাদ। কর্মসূচির নাম ‘১০ টাকার বিনিময়ে একটি বই’। মূলত বই পড়ার উৎসাহ জাগাতে এ প্রকল্প। এ প্রকল্পের সদস্য হয়ে যে কেউ প্রতি সপ্তাহে নিতে পারেন একটি বই। এক সপ্তাহ পর বই ফেরত দিয়ে আবার ১০ টাকা দিয়ে আরও একটি বই নিতে পারবেন। সেই ১০ টাকা দিয়ে হবে একটি ফান্ড, সেই ফান্ডের টাকায় কেনা হবে আরও নতুন বই।

কর্মসূচি সম্পর্কে জিহাদ বাবু বলেন, ‘নিজে পড়া শেষ হলে আরেকজনকে পড়তে দেওয়ার উদ্দেশ্যেই বই ভাড়া দেওয়ার চিন্তা মাথায় আসে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাই হবে পাঠক। প্রথমে ৪০-৪৫টি বই দিয়ে কার্যক্রম শুরু করেছি। ধীরে ধীরে বিভিন্ন মাধ্যম থেকে বই সংগ্রহ করে এ কার্যক্রমকে আরও বড় করার ইচ্ছে আছে। নির্দিষ্ট কোনো স্থান নেই, ভ্রাম্যমাণ অবস্থায় বই পৌঁছে দেই। ব্যাপক সাড়াও পাচ্ছি।’

জাবেদ হোসেন নামে এক পাঠক বলেন, ‘মাত্র ১০ টাকার বিনিময়ে হুমায়ুন আজাদের ‘নারী’ বইটি পড়ার সুযোগ হয়েছে। বইয়ের মূল্য ২৫০ টাকা, যা হয়তো কিনে পড়া হতো না। বইটি পড়ে আবার অন্য একটি বই নিয়ে যাব। এভাবেই প্রতি সপ্তাহে বই নেওয়ার ইচ্ছে আছে।’

Advertisement

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামি উদ দ্দৌলা সীমান্ত বলেন, ‘শিক্ষা বিষয়ক তার এ উদ্যোগ ছোট হলেও তার ভাবনা পুরো সন্দ্বীপে এ উদ্যোগ ছড়িয়ে দেবে। তার জন্য প্রয়োজন সহযোগিতা। সবার কাছে অনুরোধ, বই বা অন্যভাবে সহযোগিতা করে এ উদ্যোগের পাশে থাকবেন।’

উত্তর সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘এভাবে পাঠাভ্যাস আর কে-ই বা গড়ে তুলতে পারে? স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণরা সামান্য টাকার বিনিময়ে বই পড়তে পারছেন। আশা করি তরুণদের পাঠাভ্যাস আরও বেড়ে যাবে।’

এসইউ/জেআইএম

Advertisement