জাগো জবস

২৫ হাজার টাকা বেতনে ৬০ জনকে চাকরি দেবে টেলিটক

সরকারি মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে। প্রতিষ্ঠানটি ২ পদে ৬০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: টেলিটক বাংলাদেশ লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ, টেকনিক্যালপদসংখ্যা: ৩০ জনশিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংদক্ষতা: আরএনসি/নোড-বি/ই-নোড-বি/বিটিএস/সিবিএস/রেক্টিফায়ার সিস্টেম/ক্রস-কানেক্টস/ট্রান্সমিশন সিস্টেম/পাওয়ার সিস্টেম/সিকিউরিটি/সারভাইলেন্স/সমমানবেতন: ২৫,৫০০ টাকা

পদের নাম: এক্সিকিউটিভ, জেনারেল (বিজনেস ডেভেলপমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আইন)পদসংখ্যা: ৩০ জনশিক্ষাগত যোগ্যতা: বিজনেস ডেভেলপমেন্ট, বিবিএ/বিবিএস ইন ম্যানেজমেন্ট, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ব্যাংকিং, এইচআর, এমআইএস/জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন/লিগ্যালদক্ষতা: বাজারজাতকরণে দক্ষতা, ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার মানসিকতা থাকতে হবে।বেতন: ২৫,৫০০ টাকা

Advertisement

বয়স: ০১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছরকর্মস্থল: বাংলাদেশের যে কোন জায়গায়

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.teletalk.com.bd/career/circular.jsp এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি (১০০ কেবি) ও ৩০০-৮০ (৬০ কেবি) সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ছবি ও স্বাক্ষর জেপেজি ফরম্যাটে হতে হবে।

আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের সময়: ০৭ আগস্ট ২০১৯ তারিখ সকাল ৯টা থেকে আবেদন শুরু। ২৯ আগস্ট ২০১৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

এসইউ/এমএস