দেশজুড়ে

বরগুনায় পৌরটোল আদায় বন্ধে মামলা, প্রশাসকসহ ৬ জনকে সমন

বরগুনা পৌরশহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পৌরটোল আদায়ের অভিযোগে পৌর প্রশাসকসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন বাদী হয়ে মামলাটি করেন।

Advertisement

বুধবার (৫ মার্চ) দুপুরে বরগুনার সহকারী জজ অপূর্ব বালা মামলাটি গ্রহণ করে বিবাদীদের আদালতে হাজির হতে নির্দেশ দেন।

মামলায় বিবাদীরা হলেন বরগুনা পৌরসভার প্রশাসক ও সচিব, ইজারাদার জসিম উদ্দিন, সহকারী ইজারাদার সাবু মিয়া, মো. দোলন এবং সাবু মিয়া।

মামলায় উল্লেখ করা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৫ সালের ৩ ডিসেম্বর টোল আদায়ের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পৌর-১ শাখার উপসচিব সরোজ কুমার নাথ সই করা ওই প্রজ্ঞাপনে সিটি করপোরেশন এবং পৌরসভাকে মহাসড়কে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৪ জুলাই দায়ের করা রিট পিটিশনে হাইকোর্ট বিভাগের বিচারক জে বি এম হাসান এবং খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ টার্মিনালের বাইরের সড়ক, মহাসড়কে বাস, ট্রাকসহ সব যন্ত্রচালিত পরিবহন থেকে টোল আদায় বন্ধে ব্যবস্থা নিতে সব সিটি করপোরেশন এবং পৌরসভাকে নির্দেশনাসহ রুল জারি করেন।

Advertisement

পরে ২০২১ সালে বরগুনা আন্তঃজেলা ট্রাক, লরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি পৌরসভার মেয়রকে পৌর টোল আদায় না করতে লিখিতভাবে আবেদন করেন। তবে সব নির্দেশনা উপেক্ষা ও অবমূল্যায়ন করে মামলায় অভিযুক্ত পৌর প্রশাসক ও সচিবের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অভিযুক্ত ইজারাদাররা পৌরসভার নির্ধারিত টার্মিনালের বাইরের সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্নস্থানে টোল আদায় চালু রাখেন। এছাড়া ২ ফেব্রুয়ারি বরগুনা পৌরসভায় টোল আদায়ের জন্য ইজারা বিজ্ঞপ্তিতে দরপত্র আহ্বান করে পৌরসভা কর্তৃপক্ষ। ফলে পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধভাবে টোলবক্স বসিয়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব প্রকার যন্ত্রচালিত পরিবহন থেকে অবৈধভাবে পৌরসভার নামে ছাপানো রসিদের মাধ্যমে টোল আদায়ের অন্তরালে রীতিমতো চাঁদা আদায় চলমান রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট রুহুল আমিন জাগো নিউজকে বলেন, শ্রমিকদলের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক হওয়ায় বিভিন্ন সময়ে অভিযুক্তদের সঙ্গে টোল আদায় বন্ধ করতে বিভিন্নভাবে বৈঠক করেছি। তবে পৌরসভার নির্ধারিত টার্মিনাল বাদে সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধভাবে টোল আদায়ের অন্তরালে চাঁদা আদায় থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করলেও তারা তা বন্ধ করেননি।

মামলার আইনজীবী তপু রায়হান জাগো নিউজকে বলেন, এটি জনস্বার্থের একটি মামলা। তাই একটু জটিলতা সৃষ্টি হয়েছিল। প্রথমে মামলাটি দাখিলের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করি। পরে আদালত মামলাটি গ্রহণ করে আমাদের শুনানি শুনেছেন। বিবাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক।

নুরুল আহাদ অনিক/এসআর/এমআইএইচএস

Advertisement