৩ বলে ৪ উইকেটের পতন; যেখানে ছিল না কোনো ওয়াইড বা নো বল; এ যেন অবিশ্বাস্য। বিরল এ ঘটনা ঘটেছে পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফির গ্রেড ওয়ানের ফাইনালে।
Advertisement
ঘটনাটি বেশি কৌতুহল তৈরি করেছে পাকিস্তান জাতীয় দলের অন্যতম ব্যাটার সউদ শাকিলের কারণে। কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এ বাঁহাতি ব্যাটারই হয়েছেন টাইমড আউট।
আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মুখোমুখি হয় পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। টস হেরে ব্যাট করতে নামে এসবিপি। দলীয় ৮৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা।
তিনে নেমে অধিনায়ক উমর আমিন আউট হন মাত্র ৬ রান করে। তাকে বোল্ড করেন মোহাম্মদ শাহজাদ। পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ফাওয়াদ আলম।
Advertisement
পঞ্চম ব্যাটার হিসেবে উইকেটে আসার কথা শাকিলের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিজের প্রথম বল মোকাবেলা করতে প্রস্তুত হতে পারেননি তিনি। উইজডেনের খবরে বলা হয়, ড্রেসিংরুম থেকে বের হতেই চার মিনিটের বেশি সময় ব্যয় করে ফেলেন শাকিল।
নিয়মে বলা আছে, একজন ক্রিকেটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটার উইকেটে এসে প্রথম বল মোকাবেলা করার মাঝে সর্বোচ্চ তিন মিনিট সময় নিতে পারবেন। কিন্তু শাকিল সেই নিয়ম মানতে ব্যর্থ হন। এসে পিটিবির অধিনায়ক আমাদ বাট আম্পায়ারের কাছে শাকিলকে টাইমড আউট করার আবেদন জানান।
বাটের আবেদনের প্রেক্ষিতে শাকিলকে আউট ঘোষণা করেন আম্পায়ার। ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সপ্তম টাইমড আউটের ঘটনা।
শাকিল যেহেতু টাইমড আউট, তাই তার উইকেটটি বোলারের ছিল না। যে কারণে তখনও হ্যাটট্রিক করার সুযোগ ছিল পিটিভির শাহজাদের। পরবর্তী ব্যাটার মোহাম্মদ ইরফান খান পরের বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাহজাদ।
Advertisement
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সময় মতো বল মোকাবেলা করতে প্রস্তুত না হওয়ায় লঙ্কান ব্যাটারকে টাইমড আউটের আবেদন জানিয়ে সফল হন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই টাইমড আউটের প্রথম ঘটনা।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত দুবার টাইমড আউটের ঘটনা ঘটেছে। দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে; সিয়েরা লিওনের বিপক্ষে ঘানার গডফ্রেড বাকিউইয়েম বিরল এ আউটের শিকার হয়েছিলেন।
এমএইচ/