ধর্ম

কাশ্মীরের অশান্তি বৃদ্ধিতে গের্ট ওয়াইল্ডার্সের উসকানি

কাশ্মীরের অশান্তি বৃদ্ধিতে গের্ট ওয়াইল্ডার্সের উসকানি

গের্ট ওয়াইল্ডার্স। ইসলাম বিদ্বেষী মতামতের জন্য বিখ্যাত ডাচ রাজনীতিবিদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীর নিয়ে তির্যক মন্তব্য করে গের্ট ওয়াইল্ডার্স। কাশ্মীর ভূখণ্ডে ভারতের এ অবৈধ আক্রমণের প্রশংসা করে কাশ্মীরকে সন্ত্রাসী ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় এ ডাচ রাজনীতিক।

Advertisement

ইসলাম বিদ্বেষী এ ডাচ রাজনীতিক কাশ্মীরের গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে ভারতের প্রশংসা করেছে। কাশ্মীরকে সন্ত্রাসবাদী রাজ্য হিসেবে আখ্যায়িত করেছে।

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল ইসলাম বিদ্বেষী এ গের্ট ওয়াইল্ডার্স। তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে যা বাতিল করতে বাধ্য হয়।

ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্স ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে উল্লেখ করে। যেখানে সংবিধান লঙ্ঘনের কারণে ভারতের সংবিধান বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা ক্ষমতাশীন দল বিজেপিকে কটূক্তি করেছেন। সেখানে উগ্রপন্থী হিন্দুদের আক্রমণে মুসলিম হত্যা ও দাঙ্গা-ই ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্সের কাছে ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে মনে হয়। যা চরম হাস্যকর।

Advertisement

ভারত সরকার ও দেশটির সেনাবাহিনী কর্তৃক কাশ্মীরের গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর গের্ট ওয়াইল্ডর্সের কাছে ভারতের গণতন্ত্রকে নিখুঁত মনে হয়েছে।

গের্ট ওয়াইল্ডার্স এক টুইট বার্তায় এমনই ইঙ্গিত দিয়েছে-

India is a full democracy.Pakistan is a 100% terror state. So the choice is easy.Welcome home #Kashmir#IndiaForKashmir

— Geert Wilders (@geertwilderspvv) August 5, 2019

ইসলাম বিদ্বেষী ও মুসলমানদের ক্ষতি সাধনে বিশ্বব্যাপী সংগ্রাম ও সাধনা করে যাচ্ছে এ ডাচ রাজনীতিক। ভারত সরকার ও সেনাবাহিনী কর্তৃক নিরাপরাধ কাশ্মীরের ওপর গণহত্যা ও স্বায়ত্তশাসন বাতিলের পর তার এ টুইটা বার্তাই তা প্রমাণ করে।

Advertisement

আরও পড়ুন > তাজমহলকে পূজার জন্য মন্দির বানাতে যাচ্ছে শিবসেনা!

উল্লেখ্য যে, কাশ্মীরে গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিল একটি অত্যন্ত ন্যাক্কারজনক ইস্যু। যা দক্ষিণ এশিয়ায় আরো একটি ফিলিস্তিনের জন্ম হতে পারে। যেখানে আজাদির সংগ্রামে নিঃশেষ হবে কাশ্মীর। নিষ্পেষিত হবে ইসলাম ও মুসলিম জনতা। এর প্রভাব পড়বে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতেও।

এমএমএস/জেআইএম