জাতীয়

স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, থাকবে আরও ৩ দিন

স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, থাকবে আরও ৩ দিন

রোববার সন্ধ্যা থেকে দেশে বৃষ্টিপাত বেড়েছে। আজও দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আরও ৩ দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, এদিন বিকাল ৩টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে (২৩.০° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬° পূর্ব দ্রাঘিমাংশ) স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, বর্ষাকালে যখন কোনো লঘুচাপ সৃষ্টি হয়, এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হয়। তাপমাত্রা কমে যায়, গরম কমে যায়। এই মাসে এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হচ্ছে। শুধু ফেনী জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

এদিকে নিম্নচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরএএস/এএমএ/এএসএম