আন্তর্জাতিক

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে যেতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বরং বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে আগ্রহী তারা। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক বৈঠকে দেয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না। খবর পার্স ট্যুডে।

Advertisement

এসপার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ না জড়ানোর ব্যাপারে আমার সমর্থন রয়েছে। আমাদেরকে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে ফিরে যেতে হবে।

ইরানের ব্যাপারে কূটনীতিকে ‘সবচেয়ে যুক্তিপূর্ণ উপায়’ মনে করেন কি না- সিনেটরদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, কূটনীতি সব সময়ই এমন ছিল।

তবে মার্ক এসপার একথাও বলেছেন যে, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল নির্বিঘ্ন করতে এগুলোর চলাচলের ওপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এ লক্ষ্যে মার্কিন সরকার মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এবং এ বিষয়ে শিগগিরই সিনেটকে জানাবে ট্রাম্প প্রশাসন।

Advertisement

অপারেশন সেন্টিনেল নামের ওই পরিকল্পনা ইরানকে প্রতিহত করার উদ্দেশে তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।গত ২০ জুন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এটিকে গুলি করে ভূপাতিত করে। তখন থেকেই ইরান-মার্কিন সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

টিটিএন/জেআইএম