দেশজুড়ে

ভোলায় ২ ট্রলার ডুবি, ১৪ জেলে নিখোঁজ

ভোলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। এতে একটি ট্রলারে থাকা ১৪ জেলের সবাই নিখোঁজ রয়েছেন।

Advertisement

নিখোঁজ জেলেদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। এরা হলেন চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ এলাকার জিহাদ হোসেন (২৫), মাকসুদ (২৮), মনির মাঝি (৩০), জুয়েল (৩০), সেলিম (৩২), বাবুল (৩৫), অলিউদ্দিন (২৭), বেলায়েত হোসেন (৩১), অজিউল্লা (২৭), কামাল (২৬), জাহাঙ্গির (৩৪) ও তছির (৩৩)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন রোরবার রাত সাড়ে ৭টার দিকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, শনিবার রাতে সামরাজ মৎসঘাটের বাবুল মাঝি ও মামুন মাঝির বড় দুটি ট্রলার গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। আজ (রোববার) ভোরের দিকে ঝড়ের কবলে পড়ে দুটি ট্রলারই ডুবে যায়। এতে মামুন মাঝির ট্রলার থাকা ১৩ জেলে সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও বাবুল মাঝির ট্রলারে থাকা ১৪ জেলের সবাই নিখোঁজ রয়েছেন।

Advertisement

নিখোঁজ জেলেদের সন্ধ্যানে কোস্টগার্ড ও পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মসুদ আলম ছিদ্দিক বলেন, ট্রলারডুবির ঘটনা শোনার পর পরই আমি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ডকে নিখোঁজ জেলেদের সন্ধান করার জন্য নির্দেশ দিয়েছি।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/পিআর

Advertisement