রাজনীতি

বাম দলের হরতালে জাতীয় দলের সমর্থন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল।

Advertisement

শুক্রবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, বাম জোটের ৭ জুলাইয়ের অর্ধদিবস হরতালে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে নৈতিক সমর্থন জ্ঞাপন করছি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, সকল প্রকার সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফুর্তভাবে জনগণের নিরব প্রতিবাদের মাধ্যমে শাসকগোষ্ঠীর মনস্তাত্ত্বিক ভিতকে কাঁপিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটবিহীন নির্বাচনে স্বঘোষিত বিজয়ী দখলদার সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে চরম নিগৃহীত করার উদ্যোগ নিয়েছে।

Advertisement

এর আগে বিকেলে জোটের প্রধান শরিক বিএনপি স্থায়ী কমিটির সভায় বাম দলের হরতালে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেয়।

কেএইচ/এএইচ