খেলাধুলা

সেমিফাইনালে উঠলেই হারে না আর্জেন্টিনা!

ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে একটি পরিসংখ্যান তো আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেই। সেটা হলো ম্যারাডোনার দেশটির সেমিফাইনাল ভাগ্য। সেই ১৯২৮ অলিম্পিক গেমস ফুটবল থেকে শুরু করে ২০১৬ সালে কোপা আমেরিকা পর্যন্ত মোট ১৩টি সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা হেরেছে মাত্র একটিতে। সেমিফাইনাল জয়ের রেকর্ড তাদের প্রায় শতভাগ।

Advertisement

১৯৮৭ সালে কোপা আমেরিকার আয়োজক ছিল আর্জেন্টিনা। ওই একবারই তারা সেমিফাইনালের হার্ডলস পার হতে পারেনি। উরুগুয়ের কাছে হেরেছিল ১-০ গোলে। বাকি ১২ বার সেমিফাইনালে কেউ আটকাতে পারেনি আর্জেন্টিনাকে। সর্বশেষ সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা জিতেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-০ গোলে কোপা আমেরিকায়।

আর্জেন্টিনা যে ১৩টি সেমিফাইনাল খেলেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ৬টি কোপা আমেরিকায়। চারটি সেমিফাইনাল বিশ্বকাপে, দুটি কনফেডারেশন কাপ ও একটি অলিম্পিক গেমস ফুটবলে।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে অবশ্য অতীত গুরুত্বপূর্ণ নয়। দিনটি যাদের, ম্যাচও তাদের। স্নায়ুর চাপের এ ম্যাচে যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই মাঠ ছাড়তে পারবে বিজয়ীর বেশে।

Advertisement

এক নজরে আর্জেন্টিনার আগের ১৩ সেমিফাইনাল

১. অলিম্পিক গেমস ১৯২৮ : আর্জেন্টিনা ৬-০ মিশর২. ফিফা বিশ্বকাপ ১৯৩০ : আর্জেন্টিনা ৬-১ যুক্তরাষ্ট্র৩. ফিফা বিশ্বকাপ ১৯৮৬ : আর্জেন্টিনা ২-০ বেলজিয়াম৪. কোপা আমেরিকা ১৯৮৭ : আর্জেন্টিনা ০-১ উরুগুয়ে৫. ফিফা বিশ্বকাপ ১৯৯০ : আর্জেন্টিনা ০-০ ইতালি (টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩)৬. কনফেডারেশন কাপ ১৯৯২ : আর্জেন্টিনা ৪-০ আইভরি কোস্ট৭. কোপা আমেরিকা ১৯৯৩ : আর্জেন্টিনা ০-০ কলোম্বিয়া (টাইব্রেকারে আর্জেন্টিনা ৬-৫)৮. কোপা আমেরিকা ২০০৪ : আর্জেন্টিনা ৩-০ কলম্বিয়া৯. কনফেডারেশন কাপ ২০০৫ : আর্জেন্টিনা ১-১ মেক্সিকো (টাইব্রেকারে আর্জেন্টিনা ৬-৫)১০. কোপা আমেরিকা ২০০৭ : আর্জেন্টিনা ৩-০ মেক্সিকো১১. ফিফা বিশ্বকাপ ২০১৪ : আর্জেন্টিনা ০-০ নেদারল্যান্ডস (টাইব্রেকাওে আর্জেন্টিনা ৪-২)১২. কোপা আমেরিকা ২০১৫ : আর্জেন্টিনা ৬-১ প্যারাগুয়ে১৩. কোপা আমেরিকা ২০১৬ : আর্জেন্টিনা ৪-০ যুক্তরাষ্ট্র

আইএইচএস/পিআর

Advertisement