যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গরু বহনকারী একটি নসিমনের চালক নিহত হয়েছেন। এসময় নসিমনে থাকা গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার জামতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত নসিমন চালকের নাম টুটুল হোসেন (৩৮)। তিনি ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। আহত গরু ব্যবসায়ী শফিকুল ইসলামের (৩০) বাড়িও একই উপজেলায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিক উদ্দিন বলেন, টুটুল নসিমন করে গরু নিয়ে ঝিকরগাছা থেকে সাতমাইল পশুর হাটে যাচ্ছিলেন। নসিমনটি জামতলা বাজারে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস (যশোর-জ-১১-০১২৫) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক টুটুল নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক হয়েছে বলে জানান এসআই।
Advertisement
মো. জামাল হোসেন/এমবিআর/এমকেএইচ