দেশজুড়ে

মসজিদ না ভাঙার দাবি জামালপুর জেলা বিএনপির

জামালপুরের ঐতিহ্যবাহী কাচারি শাহি জামে মসজিদ না ভাঙার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি। শনিবার (২৯ জুন) দুপুরে শহরের স্টেশন বাজারের জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কাচারি শাহি জামে মসজিদটি জেলার একটি অন্যতম পুরনো মসজিদ। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মসজিদটির জন্য জমি ও অনুদান বরাদ্দ দেন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন মসজিদটি ভেঙে একটি মডেল মসজিদ নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে জেলাবাসী একটি ঐতিহ্যবাহী স্থাপনা হারাবে। এছাড়া চার তলাবিশিষ্ট মডেল মসজিদ কমপ্লেক্সে শুধু দোতলায় মসজিদ থাকবে এবং অন্যান্য তলায় অফিস, সেমিনার কক্ষ, লাইব্রেরি ইত্যাদি থাকবে। এতে নামাজের জায়গার জন্য সংকট তৈরি হবে। তাই মসজিদটি না ভেঙে অন্যত্র মডেল মসজিদ নির্মাণের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, এ যৌক্তিক দাবি যদি অগ্রাহ্য করা হয় তবে জেলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, লোকমান আহমেদ লোটন, লিয়াকত আলী, মাঈনুদ্দিন বাবুল, মঞ্জুর কাদের বাবুল, সজীব খান প্রমুখ।

Advertisement

আসমাউল আসিফ/এমবিআর/এমকেএইচ