জাতীয়

গরিবের উপকার না করলে মেধাবী হয়ে লাভ নেই

বিজ্ঞানী, সরকারি আমলা, চিকিৎক সব পেশাজীবীদের উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একজন অনেক মেধাবি মানুষ। তিনি এক সময় সরকারের সচিব হলেন কিংবা শহরের বড় ডাক্তার হলেন। কিন্তু সেই ডাক্তার যদি গরিব মানুষদের ফি ছাড়া না দেখেন, তাহলে এমন মেধাবী মানুষ দিয়ে সমাজের খুব বেশি উপকার হয় না।’

Advertisement

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনের সময় এমন কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘যার দুয়ার নিজের গ্রামের মানুষ কিংবা গরিব মানুষদের জন্য বন্ধ থাকে, সমাজ-দেশ তার কাছ থেকে কতটুকু পাবে? সেজন্য অনুরোধ জানাব, আমাদের সবার মধ্যে মমত্যবোধ, দেশাত্ববোধ, মূল্যবোধ - এগুলোর যেন জাগ্রত করি। তাহলেই সুন্দর দেশ গড়া সম্ভব।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু উদ্ভাবন করেছে। যেগুলো অন্য কোথাও কেউ উদ্ভাবন করতে পারেনি। আমাদের তরুণরা যেসব উদ্ভাবন করেছে, তাদেরকে যদি আরও উৎসাহিত করি, তাদের প্রয়োজনীয়তার যোগান দিতে পারি, তাহলে তারা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারবে। এমন অনেক তরুণ আমাদের আছে।’

Advertisement

মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দেয়া তথ্য মতে, এ মেলায় সারা দেশ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিনিয়র, জুনিয়র, বিশেষ গ্রুপ ও গাইডসহ ২৬৪ জন অংশগ্রহণ করেন। ১৯৮টি বিজ্ঞান প্রজেক্ট অংশগ্রহণ করেছে এ মেলায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ইতি রাণী পোদ্দার, এ জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. নূরুল আলমসহ এতে অংশ নেয়া প্রতিযোগী ও তাদের অভিভাবকরা।

পিডি/এমআরএম

Advertisement