দেশজুড়ে

শহীদ সেলিমের নবজাতক কন্যার দায়িত্ব নিলো জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ ঝালকাঠির সেলিম তালুকদারের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় শহীদ সেলিমের নবজাতক কন্যার দায়িত্ব নেন তিনি। পাশাপাশি পরিবারটির পাশে থাকার ঘোষণা দেন।

Advertisement

সোমবার (১৭ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে ঝালকাঠি শহরের পৌর মিনি স্টেডিয়ামে নামেন জামায়াত আমির। এসময় জেলা জামায়াতের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহরের কৃষ্ণকাঠি কবিরাজ বাড়ি রোড এলাকায় শহীদ সেলিম তালুকদারের শ্বশুরবাড়ি যান।

সেখানে গিয়ে শহীদ সেলিমের নবজাতক কন্যা রোজাকে কোলে তুলে নেন ডা. শফিকুর রহমান। তিনি শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি শিশুটির দায়িত্ব নেওয়াসহ পুরো পরিবারের পাশে থাকার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন:

Advertisement

বিএনপির পর বরগুনার সেই হিন্দু পরিবারের দায়িত্ব নিলো জামায়াত

এসময় জামায়াত আমির বলেন, ‘আমরা শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাসন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা তার দায়িত্ব নিচ্ছি।’

ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে গত ৮ মার্চ রাতে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন শহীদ সেলিমের স্ত্রী সুমী আক্তার। সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে। গত বছরের ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। ১৩ দিন পর ৩১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন সেলিম তালুকদার।

আতিকুর রহমান/এসআর/এমএস

Advertisement